২০১৩ সালে জুলাই মাসে একটি বাড়ী একটি খামার সমিতির কাজ শুরু করা হয়।
প্রথম সমিতি ৪ ও ৯ নং ওয়ার্ডে ৬০ জন সদস্য গঠন করা হয়। প্রত্যেকে মাসে ২০০ /- করে সঞ্চয় জমা করছে।
২০১৪ সালে জানুয়ারী মাসে ০১.০২.০৩.০৪.০৫.০৬.০৮.০৯ওয়ার্ডে ৬০ করে সদস্য নিয়ে সমিতি গঠন করা হয়েছে সব সদস্য ২০০/- করে সঞ্চয় জমা করেছে। এখন ও তাদের কোন ঋণ প্রদান করা হয়নি সামানে জুলাই মাসে ঋণ প্রদান করা হবে।
বর্তমানে মোট সদস্য সংখ্যা ৫৪০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS